Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩৮.৯৩%, অকৃষি শ্রমিক ৩.৬১%, শিল্প ০.৫৭%, ব্যবসা ১৩.২৬%, পরিবহণ ও যোগাযোগ ২.৯৩%, চাকরি ১৮.০০%, নির্মাণ ১.১৯%, ধর্মীয় সেবা ০.৩৪%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৮.৮৪% এবং অন্যান্য ১২.৩৩%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫১.৩০%, ভূমিহীন ৪৮.৭০%। শহরে ৩৮.৮২% এবং গ্রামে ৫২.০৯% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, ডাল, আলু, বেগুন, শাকসবজি, বাঁশ।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি আখ, পাট, অড়হর, সরিষা,তিল, তিসি, চীনাবাদাম।

প্রধান ফল-ফলাদি আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে, লিচু, আনারস, তরমুজ।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ২২৬, গবাদিপশু ২৯, হাঁস-মুরগি ৫৭৬, হ্যাচারি ২।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ২৩০ কিমি, আধা-পাকারাস্তা ১১৯ কিমি, কাঁচারাস্তা ১৪৩৫ কিমি; রেলপথ ১৬ কিমি; নৌপথ ১১ নটিক্যাল মাইল; রেলস্টেশন ৪।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানা কার্পেট ইন্ডাস্ট্রিজ, পাইপ মিল, বরফকল, চালকল, বেকারি, ইটভাটা, স্টীল ফার্নিচার, মৎস্য-পোল্ট্রি খাদ্য কারখানা, বিড়ি কারখানা।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, তাঁতশিল্প, সেলাই কাজ, কাঠের কাজ, বাঁশের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ৫২, মেলা ৫। আবু তোরাব বাজার, কমর আলী বাজার, মহাজনহাট, বড় দারোগা হাট, করেরহাট, বারইয়া হাট, শান্তিরহাট এবং জোরারগঞ্জ বৈশাখী মেলা, বারুণী স্নান মেলা ও স্বাধীনতা মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য  বাঁশ, মাছ, ধান, আলু, কলা, শাকসবজি।