Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ দায়িত্ববলী

 

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব  ও কর্তব্যঃ

উপজেলা পরিষদ সম্পর্কিতঃ

১. উপজেলা পরিষদ চেয়ারম্যানকে তাঁর নির্বাহী ক্ষমতা প্রয়োগে সহায়তা ও পরামর্শ প্রদান করা।

২. উপজেলা পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান।

৩. পরিষদের সভায় উপস্থিত থাকা।

৪. উপজেলা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত প্রয়োজনে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করা।

৫. উপজেলা পরিষদের অস্বাভাবিক বিষয়/অনিয়ম স্থানীয় সরকার বিভাগকে অবহিত করা।

৬. পরিষদের কার্যাবলী সম্পাদনে সহায়তা করা।

৭. পরিষদের নীতি বাস্তবায়নে সহায়তা করা।

৮. পরিষদের সভার সিদ্ধান্ত কার্যকর করা।

৯. উপজেলা পরিষদে ন্যাস্ত কর্মকর্তাদের কার্যাদি সমন্বয় করা।

১০. উপজেলা পর্যায়ের সকল উন্নয়নমূলক কাজ তদারকি করা।

১১. উপজেলা পর্যায়ের সকল প্রশাসনিক কাজ তদারকি করা।

১২. পরিষদের অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করা।

১৩. পরিষদ কর্তৃক নিরূপিত ব্যয় নির্বাহ করা।

১৪.পরিষদের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণকরা।

১৫. উপজেলা পরিষদের বার্ষিক বাজেট প্রণয়নে ও অনুমোদনে সহায়তা করা।

১৬. স্থানীয়  উন্নয়নমূলক কাজ ও প্রকল্পের ব্যয় নির্বাহের জন্য অর্থ ছাড়ের ব্যবস্থা করা।

১৭. চেয়ারম্যানের সাথে যৌথ ভাবে পরিষদের নিজস্ব কর্মকর্তা/কর্মচারীদের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এবং তাদের বিরুদ্ধে শৃঙ্খলা মূলক ব্যবস্থা গ্রহণ করা।

১৮.প্রাকৃতিক দুর্যোগ কালে পরিষদের নির্দেশনার আলোকে ত্রাণ সামগ্রী গ্রহণ ও বিতরণের দায়িত্ব পালন করা।

১৯. পরিষদ কর্তৃক আইন বলে প্রদত্ত কার্যাদি নিষ্পন্ন করা।

২০. সরকার কর্তৃক পরিষদকে নির্দেশিত প্রতিবেদন প্রেরণ করা।

২১. উপজেলা প্রশাসনে সরকারী নির্দেশনার প্রয়োগ নিশ্চিত করা।

মাঠ প্রশাসনে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব কর্তব্যঃ

১. ঊর্ধ্বত্বন কর্তপক্ষের আগমনে প্রটোকল দেওয়া।

২. জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করা
৩. অধস্তন অফিসারের বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখা
৪. প্রাকৃতিক দুর্যোগকালে খাদ্যসহ রিলিফ সামগ্রী গ্রহণ, বিতরণ ও মজুদকরণসহ জরুরি দায়িত্ব পালন
৫. তাঁর বিভাগের কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং উপজেলা পর্যায়ে সকল প্রকার প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয় করা
 
৬. আওতাভূক্ত কর্মকর্তা কর্মচারীদের আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন
৭. অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কাজ তদারক করা
৮. অবশ্য কর্তব্য হিসেবে এলাকাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা
৯. নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত আনুষঙ্গিক যাবতীয় দায়িত্ব পালন করা
১০. সরকারের আশ্রয়ন/গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নের আনুষঙ্গিক কাজ
১১. প্রাথমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষা সংশ্লিষ্ট আনুষঙ্গিক দায়িত্ব পালন করা
১২. সরকারের গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করা
১৩. সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করা
১৪. সরকারের প্রাথমিক, বাধ্যতামূলক ও গণশিক্ষা এবং দারিদ্র বিমোচন কর্মসূচী বাস্তবায়ন করা

শিক্ষা সম্পর্কিতঃ

১. উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যক্রম তদারকি করা।

২. সকল পাবলিক পরীক্ষার প্রশ্ন ও খাতাসহ অন্যান্য গোপনীয় দ্রব্যাদি যথাযথভাবে আনা নেওয়া ও সংরক্ষনের ব্যবস্থা গ্রহণ।

৩. প্রাথমিক/এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ সম্পর্কিত সামগ্রিক ব্যবস্থাপনা।

৪. সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সকল পাবলিক পরীক্ষা গ্রহণ নিশ্চিরতকরণ।

৫. নিয়মিত স্বয়ং পাবলিক পরীক্ষার হল পরিদর্শন।

৬. অসুস্থ/প্রতিবন্ধী পরীক্ষার্থীগণের জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ।

৭. পরীক্ষা সম্পর্কিত অপরাধকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

৮. পাবলিক পরীক্ষার কেন্দ্র নির্ধারণ/পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ।

৯.  ১লা জানুয়ারীতে সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে সরকারীভাবে সরবরাহকৃত পাঠ্যপুস্তক প্রাপ্তি নিশ্চিতকরণ।

১০. নোট বই ছাপানো ও  বিক্রি বন্ধকরণ।

১১. নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রতিবেদন প্রেরণ।

১২. প্রাথমিক বিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষক সমন্বয় করা।

১৩. প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মিড ডে মিল চালুকরণ।  ১৪. সরকারের মাধ্যমে প্রাপ্ত উপবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও এ সম্পর্কিত কার্যক্রম তদারকি।

১৫. উপজেলার ৫ বছর বা তদূর্ধ্ব বয়সী সকল শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকরণ।

১৬. শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা গ্রহণ।

১৭. শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মান সম্মত শিক্ষার পরিবেশ সৃষ্ঠিকরণ।

১৮. শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিয়মিত জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও পিটি নিশ্চিতকরণ।

১৯. শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা।

২০. স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মাদক, যৌতুক, নারী নির্যাতন ইত্যাদি্ অতীব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান।

২১. পরীক্ষা চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের আঙ্গিনায় ১৪৪ ধারা জারী এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণ। 

স্কাউট কার্যক্রম সম্পর্কিতঃ

১. উপজেলা স্কাউটের সভাপতি হিসেবে দায়িত্বপালন।

২. কাব ও স্কাউট ক্যাম্পুরী নিয়মিতভাবে অনুষ্ঠান।

৩. জেলা, আঞ্চলিক ও জাতীয় ক্যাম্পুরী সমূহে অংশগ্রহণ।

৪. প্রত্যেক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট আন্দোলন জোরদারকরণ, দল গঠন, হিসাব খোলা, ফি আদায় ও নিয়মিত প্রশিক্ষণ।

৫. শাপলা ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এর জন্য প্রার্থী বাছাই ও প্রেরণ।

আইন-শৃঙ্খলা সম্পর্কিতঃ

১. বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ প্রদান।

২. কোন স্থানে দাঙ্গা-হাঙ্গামার আশংকা থাকলে ১৪৪ ধারা জারী।

৩. টাস্কফোর্সের অভিযান পরিচালনা।

৪. উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভানুষ্ঠান এবং এর সিদ্ধান্ত বাস্তবায়ন।

৫. জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন।

৬. বিশেষ পরিস্থিতি সম্পর্কে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিতকরণ।

ম্যাজিস্ট্রেসি সম্পর্কিতঃ

১. উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন।

২. ফৌজদারী কার্যবিধি অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ।

৩. উপজেলা নির্বাহী আদালতের বিচারকের দায়িত্ব পালন।

৪. তফসিলভূক্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনা।

ত্রাণ কার্যক্রম সম্পর্কিতঃ

১. দুর্যোগ প্রতিরোধ/ঝুঁকি হ্রাসে প্রস্তুতি গ্রহণ।

২. দুর্যোগের সতর্কীকরণ সংকেত যথাযথভাবে প্রচার।

৩. দুর্যোগকালীন জরুরী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা।

৪. উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন ও সিদ্ধান্ত বাস্তবায়ন।

৫. সরকারের ত্রাণ ও পুনর্বাসন সম্পর্কিত বরাদ্দ নীতিমালা অনুসারে ব্যয় নিশ্চিতকরণ।

 

নির্বাচন সম্পর্কিতঃ

১. নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব পালন।

২. সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিতকরণ।

৩. ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ।

৪. ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম তদারকি ও সমন্বয়।

কৃষি তথা সার ও বীজ সম্পর্কিতঃ

১. সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির হিসেবে দায়িত্ব পালন।

২. নীতিমালা অনুসারে খুচরা ও পাইকারী সার ডিলার নিয়োগ/নিয়োগের সুপারিশ করা।

৩. সার ও বীজের চাহিদা ও সরবরাহের সমতা রক্ষায় পদক্ষেপ গ্রহণ।

৪. বীজ সংগ্রহ ও সরবরাহকরণ।  

৫. উপজেলার বিভিন্ন এলাকার সঠিক চাহিদার ভিত্তিতে সারের বন্টন।

৬. উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতির দায়িত্ব পালন।

৭. চাহিদার ভিত্তিতে কৃষকদের কৃষি ঋণ প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ।

৮. সার্টিফিকেট মামলার মাধ্যমে খেলাপী কৃষি ঋণ আদায়।

৯. কৃষি জমি রক্ষায় পদক্ষেপ গ্রহণ এবং নতুন জমিকে সেচ ও কৃষির আওতায় আনা।

১০. ফসলে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণ।

১১. সেচ মৌসুমে সেচ পাম্প চালনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ সংযোগ বিহীন এলাকায় ডিজেলের ভর্তুকী প্রদানের কার্যক্রম পরিচালনা।

মহিলা ও শিশু বিষয়কঃ

১. উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ সেলের সভাপতির দায়িত্ব পালন।

২. বাল্য বিবাহ প্রতিরোধ করা এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি।

৩. যৌতুক প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি।

৪. নারীর ক্ষমতায়নে পদক্ষেপ গ্রহণ এবং সরকারী সেবা/সহায়তা প্রদানে নারীদের অগ্রাধিকার দেওয়া।

৫. ইভটিজিং প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি।

৬. ভিজিডি কার্যক্রম তদারকি এবং এর মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ।

৭. অসচ্ছ্বল নারীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্ভুক্ত করা।

৮. শিশুশ্রম প্রতিরোধ এবং শিশুদের শিক্ষায় আওতায় আনা।

৯. মহিলাদের সমিতি গঠনে উদ্ভুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান এবং আত্মকর্মসংস্থান মূলক সহায়তা প্রদান কার্যক্রম।

১০. গর্ভবতী গরীব মহিলাদের বিশেষ ভাতা প্রদান কার্যক্রম পরিচালনা।

যুব উন্নয়ন মূলকঃ

১. যুবকদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদান।

২. যুবকদের আত্মকর্মসংস্থানমূলক ঋণ প্রদান।

৩. যুব সংগঠনগুলোকে ঋণ প্রদান।

ভূমি বিষয়কঃ

১. উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন।

২. উপজেলা রাজস্ব কমিটির সভাপতির দায়িত্ব পালন।

৩. সহকারী কমিশনার(ভূমি) এর কার্যক্রম তদারকি করা।

৪. অকৃষি খাস জমি ব্যবস্থাপনা।

৫. জলমহাল, বালুমহাল, পাথরমহাল ব্যবস্থাপনা।

৬. খাস জমি ব্যবস্থাপনা।

৭. সরকারী জমিতে অবৈধ দখল উচেছদ কার্যক্রম পরিচালনা।

৮. হাট-বাজার ব্যবস্থাপনা ও ইজারা কার্যক্রম পরিচালনা।

৯. অর্পিত সম্পদ ব্যবস্থাপনা।

১০. পরিত্যাক্ত সম্পদ ব্যবস্থা।

১১. আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।

১২. ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত প্রদান।

১৩. সীমানা নির্ধারণ ও সীমানা বিরোধ নিরসন।

১৪. হাট-বাজার ব্যবস্থাপনা।

সমাজসেবা বিষয়কঃ

১. বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রম পরিচালনা ও তদারকি।

২. মানবিক সাহায্যের বিষয়ে ব্যবস্থাগ্রহণ।

৩. উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যক্রম তদারকি।

ক্রীড়া বিষয়কঃ

১. উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্ব পালন।

২. বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা।

৩. ক্রীড়া সামগ্রীর জন্য ব্যবস্থাগ্রহণ।

পল্লী উন্নয়ন বিষয়কঃ

১. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যক্রম তদারকি।

২. পল্লী উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়ন ও অগ্রগতি তদারকি।

৩. ক্ষুদ্র ঋণ কার্যক্রম।

সংস্কৃতি বিষয়কঃ

১. উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতির দায়িত্বপালন।

২. বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও প্রতিযোগিতা পরিচালনা।

৩. অসচ্ছ্বল সাংস্কৃতিক সংগঠনকে সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ।

৪. অপসংস্কৃতি প্রতিরোধ এবং সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা গ্রহণ।

এনজিও বিষয়কঃ

১. উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন।

২. এনজিও সমূহের কার্যক্রম পরিদর্শন, তদারকি ও মূল্যায়ন।

৩. জিও এবং এনজিওর মধ্যে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সার্বিকদ কার্যক্রমের অগ্রগতি সাধন।

ধর্ম বিষয়কঃ

১. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ গ্রহণ।

২. ধর্মীয় প্রতিষ্ঠান সমূহকে আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহণ।

৩. মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম তদারকি।

৪. মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম তদারকি।

৫. যাকাত ফান্ড গঠন।

৬. ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা বিধান ও সহযোগিতার ব্যবস্থা করা।

স্থানীয় সরকার বিষয়কঃ

১. ইউনিয়ন পরিষদের কার্যক্রম তদারকি করা।

২. চেয়ারম্যান, সদস্য এবং সচিবদের কার্যক্রম তদারকি।

৩. ইউনিয়ন ও পৌরসভার পর্যায়ের বিভিন্ন কমিটিতে প্রতিনিধি মনোনয়ন।

তথ্য-প্রযুক্তি বিষয়কঃ

১. ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের কার্যক্রম তদারকি।

২. উপজেলা ও ইউনিয়ন তথ্য বাতায়ন এর কার্যক্রম তদারকি।

৩. উপজেলা পর্যায়ের কম্পিউটার ল্যাবসমূহের তত্ত্বাবধান।

৪. উপজেলা আইসিটি কমিটির সভাপতির দায়িত্ব পালন করা।

বিবিধঃ

১. সরকারী নির্দেশনার আলোকে জাতীয় দিবস উদযাপন।

২. সরকারী নির্দেশনার আলোকে আন্তর্জাতিক দিবস উদযাপন।

৩. সকল সরকারী দপ্তরের কার্যক্রম তদারকি, সমন্বয় ও পরিদর্শন।

৪. সকল উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও তদারকি।

৫. সার্টিফিকেট অফিসার হিসেবে দায়িত্ব পালন করা এবং সরকারী পাওনা আদায়ের ব্যবস্থা গ্রহণ।

বিঃদ্রঃ উপজেলার চলমান সকল সরকারী/বেসরকারী কর্মকান্ডের এবং সকল দপ্তরের কর্মকান্ড নজরদারী করা ও পরামর্শ প্রদান উপজেলা নির্বাহী অফিসারের এক্তিয়ার ও দায়িত্বের মধ্যে পড়ে।