Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পটভূমি

 

মীরসরাই উপজেলার পটভূমিঃ চট্টগ্রাম জেলায় মীরসরাই উপজেলা ১৬টি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে মীরসরাই পৌরসভা বারইয়ারহাট পৌরসভা নামে দুইটি পৌরসভা গঠিত হয়।

স্থল পথে চট্টগ্রামের প্রবেশ পথ মীরসরাই উপচজলা। পশ্চিমে- সাগর ফেনী নদী ঘেরা বিশাল চরাঞ্চল, পূর্বে- সুউচ্চ পবর্র্তমালা বেষ্টিত বনভূমি, মাঝে উত্তর -দক্ষিণে ২৫ কি. মি. এর অধিক দীর্ঘ সমতল ভূমি নিয়ে মীরসরাই উপজেলা গঠিত।

মীরসরাই চট্টগ্রামের উত্তর-পশ্চিম প্রান্তে এবং ২২.৪৭ উত্তর দ্রাঘিমাংশ ও ৯১.৩৫ পুর্ব অক্ষাংশে অবস্থিত। এর উত্তরে ফেণী নদী ও ভারত, পুর্বে সুউচ্চ-সুদীর্ঘ পবর্তমালা ফটিকছড়ি, পশ্চিমে ফেণী নদী, বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেল এবং বৃহত্তর নোয়াখালী (ফেণী জেলা) সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলা, দক্ষিণে রয়েছে সীতাকুন্ড উপজেলা।